সরকারি হজযাত্রীদের নিতে হবে খাবার খরচ

সরকারি হজযাত্রীদের নিতে হবে খাবার খরচ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: সরকারিভাবে ট্রেন ছাড়া সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারী হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার সময় খাবার বাবদ প্রয়োজনীয় অর্থ সঙ্গে নিতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (৩ মার্চ) এ নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

এতে বলা হয়, সরকারিভাবে ট্রেন সুবিধা ছাড়া সাধারণ হজ প্যাকেজে হজযাত্রী নিবন্ধন অপশন বাতিল করা হয়। শুধু ট্রেনসহ সাধারণ প্যাকেজে নিবন্ধন কার্যক্রম চলমান রাখা হয়েছিল।
এবারের হজে সরকারি মাধ্যমে যেসব হজযাত্রী ট্রেন ছাড়া সাধারণ হজ প্যাকেজে নিবন্ধন করেছেন তাদের অবশিষ্ট ৮ হাজার ৫৫০ টাকা ধর্ম মন্ত্রণালয় থেকে খাবার বাবদ ফেরতযোগ্য ৩৫ হাজার টাকা থেকে কর্তন করা হবে। এ কারণে ২০২৪ সালের হজে সরকারিভাবে ট্রেন ছাড়া সাধারণ হজ প্যাকেজে নিবন্ধনকারী হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার সময় খাবার বাবদ প্রয়োজনীয় টাকা সঙ্গে নিতে হবে।

আগামী ১৬ জুন (১৪৪৫ হিজরি সনের ৯ জিলহজ) হজ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে হজের নিবন্ধন শেষ হয়েছে। বাংলাদেশ থেকে এবার সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৮ হাজার ৮৯৫ জন হজে যাওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *