পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘সরকারের উদাসীনতা, ভুল নীতি ও ব্যর্থতার কারণে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আর এ পরিস্থিতি থেকে সরকার মানুষের দৃষ্টি সরাতেই বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার করছে।’
রবিবার (২৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব অভিযোগ করেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জামাল হোসাইন তালুকদারকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।
ফখরুল বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতিতেও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এখন আরও হিংস্র হয়ে উঠেছে। দমননীতি ও মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করা এখন সরকারের রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে।’
বিএনপির মহাসচিবের অভিযোগ, সরকারের অপরিকল্পিত লকডাউনে নিম্নআয়ের মানুষের জীবন বিপন্ন হচ্ছে। মানুষ অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছে এবং আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।