২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে আটটি মামলায় জামিন দিয়েছেন সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)। ২৩ মে, মঙ্গলবার তার আবেদনের শুনানির পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৮ জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে তার স্ত্রী বুশরা বিবি জবাবদিহি ব্যুরো থেকে জামিন লাভ করেছেন। খবর জিও নিউজ।
সম্প্রতি পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় গ্রেপ্তারের আশঙ্কা করেছিলেন তিনি। তার স্ত্রী বুশরার বিরুদ্ধেও কয়েকটি মামলা হয়।
এসব মামলায় আগাম জামিনের জন্য মঙ্গলবার স্ত্রীকে নিয়ে প্রথমে ইসলামাবাদে বিচারিক আদালতে যান ইমরান। সেখানে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) আল-কাদির ট্রাস্ট মামলায় বুশরার জামিন আবেদন করা হয়। আদালত ৩১ মে পর্যন্ত বুশরার আগাম জামিন মঞ্জুর করেন।
পরে তারা সন্ত্রাসবিরোধী আদালতে যান। সেখানে ইমরানের আইনজীবী জামিন আবেদন করলে আদালত ৮ জুন পর্যন্ত ইমরানের জামিন মঞ্জুর করেন।
অনাস্থা ভোটের মুখে পড়ে গত বছরের এপ্রিলে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এর জন্য তিনি তৎকালীন সেনাপ্রধানের হস্তক্ষেপকে দায়ী করেন। ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর থেকে এ পর্যন্ত তার বিরুদ্ধে প্রায় ১৫০টি মামলা দায়ের করা হয়েছে। সে সব মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে গেলেও বেশ কয়েকবারই ব্যর্থ হয়।
অবশেষে গত ৯ মে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এই গ্রেপ্তারকে কেন্দ্র করে পাকিস্তানের বিভিন্ন অংশে সহিংসতার ঘটনা ঘটে। ১১ মে তার গ্রেপ্তারকে ‘বেআইনি’ ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। ১২ মে আল-কাদির ট্রাস্ট মামলায় ইসলামাবাদ হাইকোর্ট ইমরান খানকে দুই সপ্তাহের জামিন দেন।