১৩ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ২৯শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ , ১৪ই মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার রনির অভিযোগের ভিত্তিতে বাংলাদেশে রেলওয়ের টিকিট বুকিং অপারেটর সহজ ডটকমকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের করা ২ লাখ টাকা জরিমানার আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।
রবিবার (৩১ জুলাই) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানজিব উল আলম।
গত ২৬ জুলাই ভোক্তা অধিকারে রনির অভিযোগের ভিত্তিতে সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সহজ ডটকমের পক্ষ থেকে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
এর আগে রনি অভিযোগ করেন, গত ১৩ জুন তারিখের জন্য বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে ঢাকা-রাজশাহীর টিকিট কাটার চেষ্টা করেন তিনি। টাকা কেটে নিলেও টিকিট পাননি বলে অভিযোগ ছিল তার।
তার রনির অভিযোগের পর গত ২০ জুলাই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে শুনানি হয়। শুনানি শেষে রেলের টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।