সাঈদ আহমদ পালনপুরী; বিন্দুবিহীন শোকগাথা…

সাঈদ আহমদ পালনপুরী; বিন্দুবিহীন শোকগাথা…

সাঈদ আহমদ পালনপুরী; বিন্দুবিহীন শোকগাথা…

মূল : আল্লামা আব্দুল হালীম বোখারী

কাব্যানুবাদ: আলাউদ্দিন কবির

পতিত হলো যেনো মহা এক শোক-পর্বত
শোক আজ সীমাহীন, প্রবহমান স্রোতবৎ!

প্রাণে নেই স্বস্তি আজ, মনে নেই শান্তি
উদাসীনতাতে উধাও আজ, প্রাণজ কান্তি।

মুফতি সাঈদ আহমদ হলেন যে আজি
অধিপতি আল্লাহ-অভিমুখে অভিযাত্রী !

একালে ছিলেন তিনি মুসলিম ও তাহাবি
ছিলেন পান্দেনামালেখক ও জালাল মহাকবি!

দেওবন্দে ছিলেন তিনি মুহতামিম-অধ্যক্ষ
হাদিসশাস্ত্রে ছিলেন তিনি জ্ঞানী ও সুদক্ষ !

ছিলেন অলিউল্লাহী জ্ঞান ও প্রজ্ঞাবাহক
ছিলেন ব্যক্তিত্ববান এক আল্লামা, বে-শক!

‘বিস্তৃত বিভূতি’ ব্যাখ্যাগ্রন্থ প্রমাণ এতে
এটি আনীত নহে কভু; এটি নিজেই এসেছে!

তদ্-প্রসিদ্ধ কিতাব ‘তুহফাতুল আলমাঈ’
উদ্দিষ্টবোধনে সহজ সেথা সমস্ত কথা-ই ।

লিখেছেন তিনি ‘পাঠক-উপঢৌকন’ পুস্তক
‘আসাহহুল কুল’-এ ছিলেন সুদক্ষ আলোচক।

ভণ্ডনবী আহমদী বিশ্বাস তাতে কুপোকাত
পুস্তিকালেখনে ছিলেন ব্রতী, সচল দুহাত!

প্রধান হাদিসগ্রন্থে ছিলেন এক মহান মুহাদ্দিস
পাঠদানপদ্ধতি ছিলো গঠনমূলক এবং খালিস!

মুসলিম জাহানে তিনি ছিলেন মিস্ত্রিতুল্য
তদ্হস্তে নাস্তিক্যমহল ওই বিধ্বস্ত হলো!

আলেমসমাজে ছিলেন নেতা ও প্রধান
মর্মস্পর্শী কথা ছিলো মুখে সতত চলমান ।

সমাধি থাকুক সদা সুবাসে সুবাসিত
হে প্রভু, হোক সেথা তব বিভূতি বর্ষিত।

বান্দা আব্দুল হালিম আজ দুআ মাগে এই-
ঠাঁই যেনো পান তিনি, প্রভু, বেহেশতেই।

বেহেশতি দূতগণ দিক তাঁকে সতত সালাম
জান্নাতি ললনা সনে চলুক আলাপ-কালাম !

১৮ আগস্ট ২০২০ইং

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *