২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

সাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পরবর্তী দুই দিনে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তত্সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

লঘুচাপের বর্ধিতাংশ বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তৃত রয়েছে। লঘুচাপের বিষয় জানতে চাইলে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ‘লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি সৃষ্টি হলে সোমবারের মধ্যে সৃষ্টি হবে।’

আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com