সাগর উত্তাল, বেড়েছে নদ-নদীর পানি

সাগর উত্তাল, বেড়েছে নদ-নদীর পানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সাগর উত্তাল রয়েছে। শুক্রবার (১২ মে) সকালে মোংলার আকাশে মেঘ থাকলেও নেই বাতাস-বৃষ্টি।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড়ের প্রভাব না থাকায় জনজীবন স্বাভাবিক রয়েছে। বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ স্বাভাবিক রয়েছে। মোংলার পশুর ও মোংলা নদী দিয়ে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত। সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকায় আকাশে মেঘ থাকবে তবে আগামী ১৩ ও ১৪ মের আগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

সুন্দরবন পূর্ব বনবিভাগের কর্মকর্তা মো. আজাদ কবির জানান, চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকলেও মোখার প্রভাবে সুন্দরবনের নদ-নদীতে স্বাভাবিকের তুলনায় দেড় থেকে দুই ফুট পানি বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে সাগর ও নদী উত্তাল রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *