২৬শে ফেব্রুয়ারি, ২০২১ ইং , ১৩ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ , ১৩ই রজব, ১৪৪২ হিজরী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৯ বছর পার হয়ে গেল সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যার। এ হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক নেতারা।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) এ হত্যাকাণ্ডের ৯ বছর পূর্তিতে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিক নেতারা এ ঘোষণা দেন।সেইসঙ্গে তারা সাগর-রুনি হত্যার দ্রুত বিচার দাবি করেন।
জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের বার্তাপ্রধান রেজোয়ানুল হক বলেন, দীর্ঘ ৯ বছরেও সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত শেষ হয়নি। তবে আমরা হতাশ হতে চাই না। কারণ, অনেক হত্যাকাণ্ডের বিচার অনেক পরে হলেও হয়েছে।
সমাবেশে রুনির ভাই নওশের নোমান বলেন, আমরা চাই না আর এখানে আসতে। আমরা চাই বিচার হোক।
সমাবেশে সাগর-রুনি দম্পতির ছেলে মেঘ উপস্থিত ছিল।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান খানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- সাংবাদিক নেতা এম আবদুল্লাহ, ওমর ফারুক, আবদুল মজিদ, কুদ্দুস আফ্রাদ, সাজ্জাদ আলম খান, সাখাওয়াত হোসেন বাদশা, সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, সৈয়দ শুকুর আলী, রাজু আহমেদ, শহীদুল ইসলাম প্রমুখ।
/এএ