পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক খুররম খান চৌধুরী করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক সংসদ খুররম খান চৌধুরী শনিবার (১৭ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালে মারা যান। গত ৮ জুলাই তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ ছিল।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন। ছেলে নাসের খান চৌধুরী যুক্তরাষ্ট্রে ও মেয়ে মাফরিহীন খান অস্ট্রেলিয়ায় থাকেন।
এদিকে খুররম খান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী সোমবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে গুলশানের আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে নিজ জেলা ময়মনসিংহে। জেলার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।