পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের খোলা বাজারে রবিবার (৩১ জুলাই) মার্কিন ডলার বিক্রি হয়েছে ১০৮ টাকা দরে।
ঢাকার পল্টন, মতিঝিল ও বায়তুল মোকাররম এলাকার একাধিক মানি চেঞ্জার্স জানায়, সকাল থেকে তারা ১০৬-১০৭ টাকা দরে ডলার কিনছে।
এর আগে, বৃহস্পতিবারে খোলা বাজারে ডলারের দাম বেড়ে ১১০ টাকায় দাঁড়িয়েছিল।
আমদানিতে লাগাম টানতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার ও বাংলাদেশ ব্যাংক। রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও লাগাম টানা যাচ্ছে না। অস্থির ডলারের বাজার নিয়ন্ত্রণে প্রতিনিয়ত ডলারের দাম বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক।
ডলারের চাহিদা বেশি হওয়ায় ধীরে ধীরে দাম বাড়ানো হচ্ছে। সেই সঙ্গে রিজার্ভ থেকেও প্রতিনিয়ত ডলার বিক্রি করছে। এ কারণে খোলা বাজারেও ডলারের দাম বেড়েছে। দেশের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় খোলা বাজারের পাশাপাশি আন্তঃব্যাংক লেনদেনেও ডলারের দাম বাড়ছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর বিশ্বব্যাপী চলমান উত্তেজনার মধ্যে গত মে মাসে ডলারের দাম ১০৪ টাকায় গিয়ে ঠেকেছিল। গত ২১ জুলাই ১০২ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি হয়। পরে গত ২৪ ও ২৫ জুলাই তা আরও বেড়ে যথাক্রমে ১০৫ এবং ১০৭ টাকা হয়।
পরবর্তীতে গত মঙ্গলবার ডলারের দাম সর্বকালের সর্বোচ্চ ১১২ টাকায় গিয়ে পৌঁছে।