পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, সারাবিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সম্প্রীতি রক্ষায় সবধর্মের সকলকে উদ্যোগী হতে হবে। এই সহনশীলতা বিনষ্টে যারা ইন্ধন যোগাবে, তারা দেশের শত্রু।
‘নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসতে হবে নবীজীর বাতলানো পন্থাতেই’—মন্তব্য করে শাইখুল ইসলাম আল্লামা মাসঊদ বলেন, কারো উপর জোর-জবরদস্তিকে ইসলাম সমর্থন করে না। ধর্ম, বর্ণ, জাতি ও গোষ্ঠী বিচারে করো প্রতি জুলুম করাকেও কঠিনভাবে নিষেধ করা হয়েছে ইসলামে। এমনকি অন্য ধর্মের দেবদেবীদের নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করা যাবে না মর্মেও পবিত্র কুরআনে সুস্পষ্ট আয়াত রয়েছে।
বুধবার (২০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নবিজি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুস্পষ্ট দিকনির্দেশনা আছে জানিয়ে জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নবিজির আদর্শ তুলনাহীন। তিনি বলেছেন, ‘কোনো মুসলিম যেনো কোনো অমুসলিমের জান ও মালের উপর অন্যায়ভাবে হস্তক্ষেপ না করে। কোনো ধর্মের উপাসনালয়ে হামলা না করে।’ বরং অমুসলিমদের প্রতি সাদাচরণ করে, ইসলামের সুমহান আদর্শ ও সৌন্দর্যগুলো তাদের সামনে তুলে ধরতে হবে।
নড়াইলে এক হিন্দু তরুণের ফেসবুকে পোস্ট দিয়ে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ইসলামকে অবমাননার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ আছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাইকে নিয়ে আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশে সব ধর্মের মানুষেরা মিলেমিশে সৌহার্দ্য-সম্প্রীতির সাথে বসবাস করে। এমন একটি দেশে কেন কার ইন্ধনে একজন হিন্দু তরুণ নবিজি ও ইসলামকে অবমাননা করে ফেসবুকে পোস্ট দেবে? এর পিছনে কোনো গোষ্ঠীর হাত আছে কিনা তা যাচাই করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।