সারাদেশে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৯৮ প্রতিষ্ঠানকে জরিমানা

সারাদেশে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৯৮ প্রতিষ্ঠানকে জরিমানা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৯৮টি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৬৭ হাজার ৫০০টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ভোক্তা অধিদপ্তর।

এর আগে সোমবার ভোক্তা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় ও জেলা কার্যালয়ের ৪১ জন কর্মকর্তার নেতৃত্বে ৩৮টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে এসব জরিমান করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের হাজারীবাগ, শনির আখড়াসহ দেশব্যাপী মোট ৪৬টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালিত তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ৯৬টি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৫০ হাজার ৫০০টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা ও দুজন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসাবে চার হাজার ২৫০ টাকা দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *