সারাদেশে র‌্যাবের টহল দল ও বিজিবি মোতায়েন

সারাদেশে র‌্যাবের টহল দল ও বিজিবি মোতায়েন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: বিএনপিসহ বিরোধী দলগুলোর দেশব্যাপী ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের নতুন কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ আগামী শুক্রবার সকাল ছয়টায় শেষ হবে।

অবরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ১৬০টি ও সারাদেশে ৪৬০টি টহল দল মোতায়েন করা হয়েছে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করছেন।

এদিকে পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৪৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এছাড়া সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামসাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২–দলীয় জোট, এলডিপিসহ অন্যান্য দল ও জোটও যুগপৎভাবে অবরোধ কর্মসূচি পালন করছে। জামায়াতে ইসলামীও পৃথকভাবে ৪৮ ঘণ্টার অবরোধ দিয়েছে।

হামলা ও সংঘর্ষের মধ্যে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দেয় বিএনপি। এরপর দলের মহাসচিবসহ নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দুই দফায় পাঁচ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। আজ তৃতীয় দফায় আবার দুই দিনের অবরোধ শুরু হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *