পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাশ্মীরের পুলওয়ামা হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে। পাশাপাশি নিয়ন্ত্রণ রেখার ওপারে উইন্টার পোস্টগুলিতে এখনো সেনা মোতায়েন করে রেখেছে পাক সেনাবাহিনী। এমনটি জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম। তবে ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ১২ টি যুদ্ধ বিমান এই অপারেশনে অংশ নেয়। মোট ১ হাজার কেজি বোমা ফেলে সন্ত্রাসবাদীদের ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়েছে।সংবাদ মাধ্যমের খবরে আরো বলা হয়েছে ভারতীয় সেনাদের এ হামলা শতভাগ সফল হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুলওয়ামায় ভয়াবহ ‘সন্ত্রাসবাদী’ হামলার জবাব দেয়ার দায়িত্ব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীকে। ২০১৬ সালে উরি হামলার পর যেভাবে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা, আরও একবার সেরকম কিছু আশঙ্কা করছে পাকিস্তান।
সংবাদ সংস্থা এএনআই জানায় সোমবার রাত ৩টা নাগাদ এ হামলা চালায় ভারতীয় সেনা। এ হামলার কথা এক প্রকার স্বীকার করেছে পাকিস্তানের সেনা প্রধান। তিনি বলেন, ‘পাক আকাশে ভারতীয় যুদ্ধবিমান প্রবেশ করেছে।’
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদেনে বলা হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইকের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সীমান্তের দু’পারে উত্তেজনা থাকলেও যুদ্ধের প্রস্তুতি নেই বলে জানিয়েছেন তিনি।
পাকিস্তান সীমান্তের শীতকালীন ছাউনিগুলি এই সময় প্রতি বছর খালি করে দেয়। কিন্তু এ বছর এখনো সেখানে সেনা মোতায়েন আছে। ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়েছে, সীমান্তের ওই ছাউনিগুলিতে ঠিক কতজন পাক সেনা রয়েছে তা জানা যায়নি।