সিএনজিচালিত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ নিহত ৩

সিএনজিচালিত অটোরিকশায় সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ নিহত ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের ত্রিপুরায় একটি সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া চালকসহ ছয়জন দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

পেছন থেকে অপর একটি গাড়ি সিএনজিটিকে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে। শনিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজ্যটির পশ্চিম জেলার আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ দগ্ধ হয়েছেন ছয়জন।

জানা গেছে, আগরতলার বাধারঘাট এলাকার সিএনজি স্টেশন থেকে গ্যাস ভরে বিশালগড় এলাকার দিকে যাওয়ার পথে আমতলী স্কুলের কাছে পেছনের গাড়ির ধাক্কা লেগে অটোরিকশায় বিস্ফোরণ হয়। আর এর আগুনে পুড়ে অটোরিকশাতে থাকা শিশুসহ তিন যাত্রী নিহত হন। এসময় পাশে থাকা একটি মোটরসাইকেলও পুড়ে যায়। বিস্ফোরণের এ ঘটনায় আটোরিকশার চালকসহ পাশে থাকা ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব সেনগুপ্ত, আমতলী মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) অজয় কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া আমতলী থানায় যান পশ্চিম জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং এবং ডিআইজি অরিন্দম নাথ।

দগ্ধ হয়ে নিহত একজনের নাম প্রদীপ বিশ্বাস। তার বাড়ি সিপাহীজলা জেলার গকুলনগর এলাকায়। এছাড়া বাকিদের পরিচয় পাওয়া যায়নি এখনও। তবে দগ্ধ অটো চালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম সন্দীপ ঘোষ (২২)। তিনিও গকুলনগর এলাকারই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *