২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

সিরাজগঞ্জে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সলঙ্গা ইউনিয়নে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। সোমবার (১ মে) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের রয়হাটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বগুড়া থেকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। পথে রয়হাটি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।

উদ্ধার কাজ চলমান। শেষ হলে বিস্তারিত জানানো হব বলেও তিনি গণমাধ্যমকে জানান।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com