২৬শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ার পালমিরা শহরের কাছে মফস্বল এলাকায় সন্ত্রাসী হামলায় ১৫ জন সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮ জন সেনা।
স্থানীয় সময় রোববার (৬ মার্চ) সামরিক বাসে সন্ত্রাসী হামলায় এ ঘটনা ঘটে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের তথ্য মতে, হামলায় আরও ১৮ জন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুত্বর। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা বলছে, সন্ত্রাসী হামলায় ১৩ জন সেনা নিহত হয়েছেন।
উগ্রসন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠলেও তারা এখনও দায় স্বীকার করেনি।