সিরিয়ায় নতুন পররাষ্ট্রমন্ত্রী ‘ফয়সাল মিকদাদ’

সিরিয়ায় নতুন পররাষ্ট্রমন্ত্রী ‘ফয়সাল মিকদাদ’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ফয়সাল মিকদাদকে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) এক নির্দেশনায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশটির সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। সিরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে আল জাজিরা এ খবর নিশ্চিত করে।

সিরিয়ার প্রেসিডেন্টের দফতর রোববার এক বিবৃতিতে বলেছে, বাশার আল আসাদের নির্দেশে ফয়সাল মিকদাদকে সদ্য প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লিমের স্থলাভিষিক্ত হয়েছেন। সিরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী মুয়াল্লিম গত সোমবার ৭৯ বছর বয়সে দামেস্কে ইন্তেকাল করেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রেসিডেন্ট আসাদ অপর শীর্ষস্থানীয় কূটনীতিক বাশার আল জাফরিকে উপপররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। বাশার আল জাফরি দীর্ঘদিন জাতিসংঘে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘে সিরিয়ার স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে কূটনীতিক বাসসাম আস-সাব্বাগকে। সাব্বাগ এর আগে জাতিসংঘের সিরিয়া মিশনে বাশার আল জাফরির সহযোগী ছিলেন।

২০১১ সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলছে। গত এক দশক যাবত সরকারবিরোধীদের দমনে আসাদ সরকার নানমুখী তৎপরতা চালিয়ে আসছে।

সূত্র : আল জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *