সিরিয়ায় মার্কিন অভিযানে ছয় শিশুসহ নিহত ১৩

সিরিয়ায় মার্কিন অভিযানে ছয় শিশুসহ নিহত ১৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে ছয় শিশুসহ অন্তত ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও বিদ্রোহী যোদ্ধাদের বরাত দিয়ে বৃহস্পতিবার আল জাজিরা অনলাইন এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সূত্রগুলো জানায়, সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশে যুক্তরাষ্ট্র এ বিশেষ অভিযান পরিচালনা করে।

তুরস্কের সীমান্তের কাছে সিরিয়ার ঘনবসতিপূর্ণ আতমেহ এলাকায় রাতব্যাপী অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে। ওই ভবনটিতে যারা মারা গেছেন, তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

নিশ্চিত হওয়া যায়নি- এমন একটি সূত্রে জানা গেছে, আল কায়েদা ঘনিষ্ট যোদ্ধাদের লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ঘটনাস্থল থেকে একটু দূরে বসবাসকারী এক বাস্তুচ্যুত সিরিয়ার বাসিন্দা আবু ফাহেদ আল-হোমসি বৃহস্পতিবার আল জাজিরাকে বলেন, ‘হেলিকপ্টারের আওয়াজ শুনে আমরা (বুধবার দিবাগত) রাত ১টার দিকে জেগে উঠি। ৩টার দিকে আমরা অনেকগুলো হামলার শব্দ শুনতে পাই।’

তিনি বলেন, ‘আমরা একটি বাড়িকে লক্ষ্যে পরিণত হতে দেখলাম; রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হতে দেখলাম। কিন্তু এখনও আমাদের ধারণা নেই যে, আসলে কি ঘটেছে।’

মাহমুদ চেহাদি নামের আরেক বাসিন্দা বলেন, ভবনটিকে লক্ষ্যে পরিণত করে ঘিরে রাখে যুক্তরাষ্ট্র। এ সময় তারা লাউডস্পিকার ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়তে বলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *