২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২৯শে শাবান, ১৪৪৪ হিজরি

সিলেটের হরিপুর বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা রহমতুল্লাহ’র ইন্তিকাল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাদরাসাতুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার মাদরাসার দীর্ঘদিনের মুহাদ্দিস মাওলানা রহমতুল্লাহ ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রোববার (১১ ডিসেম্বর) বিকাল ৩.৪৫ মিনিটে তিনি ইন্তিকাল করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন, জামিয়া ইসলামিয়া মাদরাসাতুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস শায়খ মাওলানা হিলাল আহমদ বিন শায়খ আবদুল্লাহ হরিপুরি।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছে আনুমানিক ৬৫ বছর। তিনি চার ছেলে ও তিন মেয়ে স্ত্রী রেখে যান। তিনি অনেক দিন ধরে জামিয়া ইসলামিয়া মাদরাসাতুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার মাদরাসায় একনিষ্ঠভাবে দীনের খেদমত করে যাচ্ছিলেন। আল্লাহ যেন হুজুরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আমিন

সূত্র : আওয়ার ইসলাম

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com