১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২১শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নামাজরত অবস্থায় আব্দুন নূর (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া লামাপাড়া জামে মসজিদে এশার নামাজ পড়ার সময় ওই মুসল্লির মৃত্যু হয়। আব্দুন নূর পাড়ুয়া লামাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির পুত্র এবং উপজেলা ছাত্রলীগ নেতা ফখরুল ইসলামের বাবা।
জানা গেছে, এশার আজানের পরপরই নামাজ আদায়ের জন্য আব্দুন নূর মসজিদে আসেন। এশার চার রাকাত ফরজ নামাজের তৃতীয় রাকাত শেষে সিজদা থেকে উঠে দাঁড়াতে গিয়ে লুটিয়ে পড়েন তিনি। নামাজের সালাম শেষে পাশের মুসল্লিরা দেখতে পান তিনি মারা গেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে আহমদ রুবেল। তিনি বলেন, ‘বাড়ির পাশে লামাপাড়া গ্রামে মসজিদে এশার ও তারাবি নামাজ পড়তে গিয়েছিল বাবা। রাত ৮টার পরে হঠাৎ খবর আসে নামাজরত অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে আমরা মুসল্লীদের সহযোগিতায় কোম্পানীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।’