পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেটের গোলাপগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার সকালে সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোলাপগঞ্জ থানার ওসি মো. হারুনুর রশিদ চৌধুরী দুর্ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।