১৯শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেটে বিআরটিএর দুই কর্মকর্তাকে অপসারণ ও ঘুষ-দুর্নীতি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। রবিবার (১০ এপ্রিল) ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হবে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি মঈনুল ইসলাম বলেন, ‘‘বিআরটিএ সিলেটের কর্মকর্তা (এডি) সানাউল হক ও রেকর্ড কিপার দেলোয়ার সীমাহীন দুর্নীতি করছেন। সঠিক প্রক্রিয়ায় কোনো গাড়ির কাগজপত্র বা ড্রাইভিং লাইসেন্স নির্দিষ্ট সময়ে পাওয়া যায় না। অথচ ঘুষের মাধ্যমে এই দুই কর্মকর্তা দ্রুত সময়ের মধ্যে এসব সরবরাহ করে থাকেন। ঘুষের জন্য তারা পরিবহন শ্রমিকদের নানাভাবে হয়রানি করে থাকেন।’’
মঈনুল ইসলাম আরও বলেন,‘‘পরিবহন শ্রমিকরা বিভিন্ন সময় এই দুই কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানালেও তা পূরণ হয়নি। তাই বাধ্য হয়ে আমনা অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছি।’’