২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

সিলেট বিমানবন্দরে ফাটল বাংলাদেশ বিমানের চাকা, রানওয়ে বন্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের এক‌টি ফ্লাইট উড্ডয়নের আগে চাকা ফেটে রানওয়ে অচল হয়ে গেছে। এতে কোনো যাত্রী হতাহত হননি বলে জা‌নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ শুক্রবার বেলা সোয়া একটার দিকে বাংলাদেশ বিমানের সিলেট থেকে ঢাকাগামী ৬০২ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১৪৮ জন যাত্রী ছিলেন।

বিষয়‌টি নি‌শ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প‌রিচা‌লক হা‌ফিজ আহমদ। তিনি বলেন, চাকা ফেটে যাওয়ায় রানওয়ে দিয়ে বিমান উড্ডয়ন ও অবতরণ বি‌ঘ্নিত হয়েছে। ফেটে যাওয়া চাকা বদল করে রানওয়ে স্বাভা‌বিক করার চেষ্টা করা হচ্ছে। আশা করা যাচ্ছে, বেলা সাড়ে ৩টার মধ্যে চাকা বদল করে ফ্লাইট‌টি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেবে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, রানওয়ে বন্ধ থাকায় ইংল্যান্ডের ম‌্যানচেস্টার থেকে সকালে আসা ফ্লাইট‌টি ফিরে যেতে পারে‌নি। রানওয়ে থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট‌টি সরিয়ে নেওয়া হলে সে‌টি ফিরে যাওয়ার কথা আছে। যাত্রীদের না‌মিয়ে চাকা প‌রিবর্তনের কাজ করা হচ্ছে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com