পাথেয় টোয়েন্টিফোর ডটকম: চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ভাটিয়ারী বানুরবাজার পোর্ট লিংক কনটেইনার ডিপোতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মো. সালাউদ্দীন (৫২)। তিনি নোয়াখালী বেগমগঞ্জ জেলার শ্রীধরপুর গ্রামের হাবীবুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানায়, আজ সোমবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ভাটিয়ারীতে অবস্থিত পোর্ট লিংক কনটেইনার ডিপোতে কাজের সময় একটি কনটেইনার কালমারের চাকায় পিষ্ট হন শ্রমিক সালাউদ্দীন। এ সময় গুরুতর আহত হলে সহকর্মীরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে একটি অপমৃত্যু হয়েছে।’