১৮ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ , ৩রা ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ , ১৯শে মহর্রম, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুদানে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর হামলায় চার ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া ওই হামলায় আরো ২০০ ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার সুদানি চিকিৎসকদের একটি সংগঠন এমন তথ্য প্রকাশ করেছে।
সুদানি চিকিৎসকদের সংগঠন ‘দ্যা সেন্ট্রাল কমিটি অব দ্যা সুদানিস ডক্টরস’ এক বিবৃতিতে বলেছে, বৃহস্পতিবার সুদানের রাজধানী খার্তুমের পার্শ্ববর্তী শহর ওমদুরমানে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে কমপক্ষে চার ব্যক্তি নিহত ও ২০০ ব্যক্তি আহত হয়েছেন।
সংগঠনটি তাদের বিবৃতিতে আরো বলেছে, যে ২০০ বিক্ষোভকারী আহত হয়েছেন তাদের মধ্যে ৪০ জন ছিলেন গুলিবিদ্ধ। এসব আহত ব্যক্তিদের মধ্যে অনেকেই মারাত্মক আহত এবং তারা শঙ্কামুক্ত নন।
এদিকে সুদানের গণতান্ত্রিক সংগঠনগুলো বলেছে, বৃহস্পতিবার গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওই শান্তিপূর্ণ বিক্ষোভে নিপীড়ন করা মানবতাবিরোধী অপরাধ। সুদানের সামরিক সরকার এ গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে হিংস্র যুদ্ধ শুরু করেছে।
মূলত, এসব বিক্ষোভকারী সুদানে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ করছেন। তারা সুদানে একটি বেসামরিক সরকার চান।
সূত্র : আনাদোলু এজেন্সি