৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

সুদানে দুই সশস্ত্র বাহিনীর সংঘর্ষে নিহত ৫২৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ক্ষমতা ভাগাভাগির দ্বন্দ্ব নিয়ে সেনা ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২৮। এর মধ্যে ৪১১ জনই বেসামরিক। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ সংখ্যা জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়,সংঘর্ষে এ পর্যন্ত আহত হয়েছেন ৪৫৯৯ জন। সুদানের ১৮টি রাজ্যের মধ্যে ১২টিতেই সংঘর্ষ ছড়িয়ে পড়েছে।

দুই বাহিনীর লড়াইয়ে সুদানজুড়ে চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে। যুদ্ধ দুর্গতদের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর রাস্তা নির্বিঘ্ন করতে শুক্রবার ৭২ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। তবে অস্ত্রবিরতি পালন করেনি কোনো পক্ষই।

দুই পক্ষের মধ্যে সর্বশেষ অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা বোরবার মধ্যরাতে। তার আগে বিরোধী জেনারেলরা মিডিয়ায় একে অপরকে আক্রমণ করায় সংঘাত বাড়ছে। আধাসামরিক বাহিনীকে নির্মূল করতে ভারি বিমান এবং গোলা হামলা চালানো হচ্ছে। সর্বশেষ যুদ্ধবিরতি সময় শেষ হওয়ার আগেই তা ভেস্তে গেল বলে জানিয়েছে বিবিসি।

এদিকে চলমান সংঘাতের মধ্যে নিরাপত্তা জোরদার করতে সুদানের রাজধানী খার্তুমের রাস্তায় সেন্ট্রাল রিজার্ভ ফোর্স মোতায়েন করেছে দেশটির পুলিশ।

স্থানীয় পুলিশের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে আল জাজিরা জানায়, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তি সুরক্ষিত করতে এবং ডাকাতদের গ্রেপ্তার করতে রাস্তায় সেন্ট্রাল রিজার্ভ ফোর্স নামানো হয়েছে।

পুলিশের মিডিয়া অফিস থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, বিভিন্ন ভারী অস্ত্র নিয়ে সেন্ট্রাল রিজার্ভ সৈন্যরা রাস্তায় অবস্থান করছেন।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com