পাথেয় টোয়েন্টিফোর ডটকম: সুনামগঞ্জের সীমান্তে ভারতীয় পেঁয়াজসহ আটজনকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।
আটককৃত পেঁয়াজের বাজার দাম আনুমানিক এক কোটি ১৯ লাখ ৬৫ হাজার আট শ’ টাকা বলে জানা গেছে। শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সুনামগঞ্জ সদর থানা পুলিশ এই তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, সুনামগঞ্জের সীমান্ত দিয়ে সরকারকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ছয়টি ট্রাক ও একটি পিকআপ করে ৪৫ হাজার ৪৮০ কেজি ভারতীয় পেঁয়াজ পাচার হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। পরে সুনামগঞ্জ পৌর শহরের আব্দুজ জহুর সেতু দিয়ে এসব পেঁয়াজ বিভিন্ন জেলায় যাওয়ার পথে পুলিশ ট্রাকসহ পেঁয়াজ জব্দ করে। পরে এর সাথে জড়িত থাকা আটজনকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ চৌধুরী বলেন, ভারতীয় পেঁয়াজসহ আটজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে আসা তারা পেঁয়াজ নিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।