সুনামগঞ্জে কমতে শুরু করেছে সুরমার পানি

সুনামগঞ্জে কমতে শুরু করেছে সুরমার পানি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হওয়ায় কমতে শুরু করেছে সুনামগঞ্জের সুরমা নদীর পানি। সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

সুরমায় পানি কমে যাওয়ায় সুনামগঞ্জ শহরের অনেক এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। শহরের তেঘরিয়া, উত্তর আরপিন নগর, ষোলঘর, কাজিরপয়েন্ট, নবীনগর, উকিলপাড়ার সড়ক থেকে পানি নামতে শুরু করেছে। তবে এখনও সুনামগঞ্জ জেলা শহরের সঙ্গে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান জানান, রোববার সকালে সুরমা নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমতে শুরু করে। সোমবার সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কমলে পাহাড়ি ঢলও কমে যাবে। এতে দ্রুত পানি নামতে শুরু করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *