সুনামিতে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২২২

সুনামিতে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২২২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রার সুন্দা প্রণালীতে ভয়াবহ সুনামিতে এখন পর্যন্ত ২২২ জনের মৃই‌্যু হয়েছে বলে জানা যায়। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আহত হয়েছেন ৮৪৩ জন ও নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার স্থানীয় সময় আনুমানিক রাত সাড়ে ৯টায় কোনোরকম পূর্বাভাস ছাড়ািই দক্ষিণ সুমাত্রায় সুনামিটি আঘাত হানে। সুনামির আঘাতে সুনামির আঘাতে শত শত বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। সুন্দা প্রণালীর উপকূলীয় এলাকায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে সুনামির সৃষ্টি হয়েছে। জাভা দ্বীপ ও সুমাত্রার মাঝখানে অবস্থিত সুন্দা প্রণালী উপকূল জাভা সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা উপকূলীয় অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা আশঙ্কা করছে আরও সুনামি আঘাত হানতে পারে ওই অঞ্চলে।

জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো নুগরোহো বলেন, ভয়াবহ এই সুনামি কোনও ভূমিকম্পের কারণে হয়নি। সম্ভবত লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতই সুনামির কারণ। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা সুনামির প্রকৃত কারণ অনুসন্ধান করছে।

জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থার হিসাব অনুযায়ী এখন পর্যন্ত পানদেগলাং জেলায় ১৬৪ জন, সেরাং জেলায় ১১ জন, দক্ষিণ লামপং জেলায় ৪৮ জন ও টেংগামাস জেলায় একজন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং এখন পর্যন্ত কোনো বিদেশি পর্যটকের মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, যারা আপনজন হারিয়েছেন, হতাহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *