পাথেয় রিপোর্ট : ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রার সুন্দা প্রণালীতে ভয়াবহ সুনামিতে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ খবরে সুনামিতে মৃতের সংখ্যা বেড়ে ২৮১ জনে দাঁড়িয়েছে। এতে আরো এক হাজারের বেশি লোক আহত হয়েছে বলে জানা গেছে। নিহতের সংখ্যা ও ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর সাগরতলে সৃষ্ট একটি ভূমিধসের পর সুনামির সৃষ্টি হয়। আজ সোমবার ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থা একথা জানিয়েছে। ইন্দোনেশয়ার জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো বলেন, নিহতের সংখ্যা ও ক্ষতির পরিমাণ আরো বাড়বে। সুনামিতে নিখোঁজ হয়েছে আরো বহু মানুষ। তাদের সন্ধানে অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার স্থানীয় সময় আনুমানিক রাত সাড়ে ৯টায় কোনোরকম পূর্বাভাস ছাড়ািই দক্ষিণ সুমাত্রায় সুনামিটি আঘাত হানে। সুনামির আঘাতে সুনামির আঘাতে শত শত বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। সুন্দা প্রণালীর উপকূলীয় এলাকায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে সুনামির সৃষ্টি হয়েছে। জাভা দ্বীপ ও সুমাত্রার মাঝখানে অবস্থিত সুন্দা প্রণালী উপকূল জাভা সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে। জাতীয় দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা উপকূলীয় অঞ্চল থেকে স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তারা আশঙ্কা করছে আরও সুনামি আঘাত হানতে পারে ওই অঞ্চলে।
এদিকে সুনামিতে বিধ্বস্ত ইন্দোনেশিয়ার পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, যারা আপনজন হারিয়েছেন, হতাহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা।