সুন্দর নামাজ ক্ষমার কারণ

সুন্দর নামাজ ক্ষমার কারণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হজরত উবায়দা বিন সামেত রাযিয়াল্লাহু আনহুর বর্ণনায়, হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘আল্লাহতায়ালা পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি সময় অনুযায়ী উত্তমরূপে অজু করে, রুকু-সিজদা পূর্ণ করে, পূর্ণ মনোযোগসহ নামাজ আদায় করবে, তার জন্য আল্লাহর ওয়াদা- তিনি তাকে ক্ষমা করে দেবেন। যে তা করবে না, তার প্রতি আল্লাহর কোনো দায়িত্ব নেই। ইচ্ছা করলে তাকে ক্ষমা করতে পারেন আবার না-ও পারেন।’ – সুনানে আবু দাউদ : ২৩৬

ইসলামি স্কলারদের মতে, পরিপূর্ণ পবিত্রতা, সঠিক নিয়ম-শৃঙ্খলা ও শুদ্ধ উচ্চারণের চেষ্টা ছাড়া নামাজের কল্যাণ পাওয়া যায় না। এ ছাড়া নামাজের সুফল লাভে আরও কতগুলো বিষয় রয়েছে- সেগুলো মেনে চলা। এসব বিষয়ের অন্যতম হলো-

ধীরে ধীরে নামাজ আদায় : আল্লাহতায়ালা বলেন, ‘জীবনে সুখে-দুঃখে বিচলিত হয় না তারা, যারা নামাজের মধ্যে ধীর, স্থির ও স্থায়ী। যারা নামাজের শিক্ষাকে সংরক্ষণ করে।’ -সুরা মাআরিজ : ২৩-৩৪

হাদিস থেকে জানা যায়, হজরত আবু বকর (রা.) খুঁটির মতো নিশ্চল হয়ে নামাজে দাঁড়াতেন।

আসলে নামাজের পঠিত কোরআনের আয়াত ও দোয়াগুলোর যথাযথ উচ্চারণ এবং রুকু-সিজদা সবকিছু ধীরে ধীরে ও প্রশান্তির সঙ্গে আদায় করাই হজরত রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা। এ অভ্যাস না করলে নামাজের কল্যাণ পাওয়া সম্ভব নয়।

বিনম্রভাবে নামাজ আদায় : আল্লাহতায়ালা বলেন, ‘মুমিন তারাই আল্লাহর স্মরণে যাদের অন্তর ভীত বিহবল হয়, কোরআনে কারিমের আয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায়, আল্লাহর ওপর ভরসা করে, জীবনে নামাজ কায়েম করে এবং আল্লাহর অনুমোদিত পন্থায় আয় ও ব্যয় করে।’ – সূরা আনফাল : ২

তিনি আরও বলেন, ‘আপনি শুধু তাদেরকেই সতর্ক করতে পারেন যারা না দেখে তাদের রবকে ভয় করে এবং নামাজ কায়েম করে।’ – সুরা ফাতির : ১৮

কোরআনে কারিমে আরও ইরশাদ হয়েছে, ‘তোমাদের সত্যিকার বন্ধু একমাত্র আল্লাহ ও তার রাসুল এবং ওই সব মুমিন, যারা নামাজ কায়েম করে, জাকাত আদায় করে ও আল্লাহর সামনে নত হয়।’ – সুরা মায়িদা : ৫৫

তিনি আরও বলেন, ‘সফলতা লাভ করবে সে সব মুমিন; যারা নামাজের মধ্যে ভীত-বিহ্বল।’ – সুরা মুমিনুন : ১

হজরত আবু আইউব আনসারি (রা.)-এর বর্ণনায় এক সাহাবির উপদেশ প্রার্থনার জবাবে হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘যখন তুমি নামাজে দাঁড়াবে ওই ব্যক্তির ন্যায় দাঁড়াবে, যে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে।’ – মেশকাত

মুমিনের অন্তরকে গর্ব, অহঙ্কার ও উদাসীনতা থেকে মুক্ত করে কৃতজ্ঞ ও বিনীত করার উত্তম মাধ্যম হচ্ছে- নামাজ।

বুঝে বুঝে নামাজ আদায় : হজরত আবু হুরায়রা (রা.) বলেন, আমি হজরত রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, আল্লাহতায়ালা বলেন, ‘আমি নামাজকে আমার ও বান্দার মধ্যে ভাগ করে নিয়েছি। বান্দা আমার কাছে যা চায় তা সে পাবে। বান্দা যখন বলে, ‘আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন’ আল্লাহ তখন বলেন, আমার বান্দা আমার প্রশংসা করল। …আমার বান্দার জন্য তাই যা সে চাইল।’

অন্যত্র তিনি বলেন, ‘তোমাদের কেউ যখন নামাজে দাঁড়ায়, তখন সে তার রবের সঙ্গে গোপনে কথা বলে এবং তার ও কেবলার মাঝেই তার রব বিরাজ করেন।’ –সহিহ বোখারি

এ হাদিস দু’টি থেকে বুঝা যায়, নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে বান্দার কথোপকথন। ইমাম অথবা নিজের উচ্চারণে তার বাণী শোনা, তার কাছে প্রার্থনা করা, অনুতপ্ত হওয়া, ক্ষমা চাওয়া, অঙ্গীকার করা ইত্যাদি।

হজরত আবু হুরায়রা (রা.)-এর বর্ণনায় হজরত রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমাদের কারও বাড়ির সামনে যদি একটি প্রবহমান নদী থাকে এবং প্রতিদিন পাঁচবার তাতে গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবাগণ বললেন, না। হজরত রাসুলুল্লাহ (সা.) বললেন, এটাই হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ। এর সাহায্যেই আল্লাহ তার যাবতীয় গোনাহ দূর করে দেন।’ – সহিহ বোখারি ও মুসলিম

এসব আয়াত ও হাদিস অধ্যয়নে যে উপলব্ধিটুকু পাওয়া যায়, তা হচ্ছে- কোরআন এসেছে মানুষকে সত্য পথ দেখানোর জন্য, আর নামাজ এসেছে সে পথে চলার শক্তি জোগানোর জন্য। তাই নামাজ শুধু পড়লেই দায়িত্ব শেষ হয়ে যায় না। নামাজ থেকে শিক্ষা নিয়ে ও শক্তি সঞ্চয় করে একটি মহৎ জীবন গড়াই নামাজের মূল উদ্দেশ্য, যাতে সমাজটি হয়ে ওঠে সুখ, শান্তি ও উন্নতির আবাস। আর এটা যদি আমরা করতে পারি তাহলেই ‘নামাজ’ হবে আমাদের জন্য জান্নাতের চাবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *