২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৩রা রমজান, ১৪৪৪ হিজরি

সুপ্রিম কোর্টের ১৬ জনকে সহকারী বেঞ্চ অফিসার হিসেবে পদোন্নতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৬ জন ব্যক্তিগত কর্মকর্তাকে সহকারী বেঞ্চ অফিসার পদে পদোন্নতি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- রাজিব হোসেন, বিনয় ভূষণ দাস, মো. ছায়েদুল ইসলাম, পাওমিনা আক্তার, নুসরাত জাহান মুক্তা, মো. সবুজ আকন, মো. আরিফুর রহমান, মো. আফজাল হোসেন, মো. জসিম উদ্দিন ভুইয়া, মিঞা মো. ইয়াসির আরাফাত, ফাতেমা মলি, মো. সোহেল রানা-১, মো. মোশারফ হোসেন, মো. জুয়েল ইসলাম, মো. সোহেল রানা-২ ও সামিয়া সুলতানা শিমুল।

১৬ জনকে পদোন্নতি দিয়ে গত ১৩ মার্চ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সি মো. মসিয়ার রহমানের স্বাক্ষরিত জারি করা সার্কুলারে বলা হয়, ১৬ জন ব্যক্তিগত কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল/২০১৫ এর ২২০০০-৫৩০৬০/-টাকা (৯ম গ্রেড) বেতন স্কেলে কোর্টের সহকারী বেঞ্চ অফিসার পদে পদোন্নতিমূলে নিয়োগ প্রদান করা হলো। উক্ত নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের (কর্মচারী) নিয়োগ বিধি, ১৯৮৭- এর ৬ (১) (খ) এ বর্ণিত বিধানাবলী অনুযায়ী শিক্ষানবিশকাল প্রযোজ্য হবে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com