সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মোটামুটি সুস্থ হয়ে বাসায় ফিরতে পেরেছেন। যদিও তাঁর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসায় থাকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক কিছুটা সুস্থতা অনুভব করছেন এখন। তাঁর সর্বশেষ করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আত্মীয় ও ভক্তদের মধ্যে স্বস্থি নেমে এসেছে।
মন্ত্রীর স্ত্রীকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।

মন্ত্রীর ভাগনী গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন এ সব তথ্য নিশ্চিত করেছেন। মন্ত্রী গতরাতে (রবিবার রাতে) বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন তিনি।

করোনা সংক্রমিত হয়ে বাসায় চিকিৎসা নেওয়ার পর গত ১৩ জুন রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তাঁর স্ত্রী লায়লা আরজুমান্দ বানুকে।

গত ১২ জুন নমুনা পরীক্ষায় মন্ত্রী ও তাঁর স্ত্রীর করোনা পজিটিভ ফল আসে। করোনা আক্রান্ত হন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমান, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *