সূর্যের উদয়ন | হাসান মাহমুদ

সূর্যের উদয়ন | হাসান মাহমুদ

হাসান মাহমুদ

সূর্যের উদয়ন

জবাফুলের সৌন্দর্য তোমার ঠোঁটে ফোটে—
জনগণের পতন হয় ফ্যাসিবাদের ভোটে।
রাতের ঘুম কাইরা নিলা তোমার বিনিময়ে
ফ্যাসিস্ট ঘুমে চলবা কত গুনে নয়ে ছয়ে—!
বাঘের চোখে কেবলই সোনার হরিণ ওড়ে—
যাইয়ো না পরান সখী ফ্যাস্টিটেরই ক্রোড়ে!

নাইওরি হও নেই অসুবিধে ছেড়ে যেয়ো না—
ফ্যাসিবাদীর মেঘ উড়াইয়া ভয় দেখিয়ো না!
তুমি চলো বাঘের ফাঁদে একটা জীবনভর—
নিজকে ভেবে বাঘিনি; ভাঙো নিজ কোমর।
স্বৈরাচারী চুমু দিয়ে কাম জাগিয়ে লাভ নাই—
তোমার মাঝে কেবলই স্বৈরাচারের ঘ্রাণ পাই।

একটা জীবন হতো যদি প্রেমের সমন্বয়ে—
সুখটা কেবল রয়ে যেত ইতিহাসের বইয়ে।
চুমুর কথা কইতে গেলে দাও স্বৈরাচারী লজ্জা—
ভুলে যাও প্রেমিকেরও আছে অস্থিমজ্জা!

স্বৈরাচারের ঘ্রাণ তুলে নাও বলি যাই তোমায়—
ভয়ে ভয়ে আমারও—ফুলশয্যার রাত যায়…
স্বৈরাচারের প্রেম দিয়ে নাও নি আমায় কিনে—
স্বাধীন স্বাধীন প্রেম আমার অস্তিত্ব-জিনে।
তোমার স্বৈরাচারে আমি পতন হবো না—
কোন ফাঁদে পা পিছলে যাবে তা-ও কবো না!

প্রেমের দেহে প্রেম বিলাও প্রেমি হয়ে তুমি—
স্বৈরাচারী রাষ্ট্র আমার নয়তো জন্মভূমি…
তুমি আমার ভরসা আর তুমি আমার আস্থা—
বাঘ দিয়ে হরিণ আর; করিয়ো না নাশতা!
তোমার আমার আজই সমঝোতা হোক—
ঝাঁঝরা আর কইরো না প্রেম পিয়াসী বুক।

ফুলের ঢালি ঢেলে দিয়ে করব তোমায় বরণ—
তোমার স্বৈরাচারে যেন বুকের হয় না ক্ষরণ।
তোমার ঠোঁটে পোলাপ ফোটে হবে উন্নয়ন—
মেঘ উড়াইয়া আনব আমি সূর্যের উদয়ন।

কবি পরিচিতি

হাসান মাহমুদ। জন্ম: ১ নভেম্বর ১৯৯৫, মৌলভীবাজার । পেশা: সাংবাদিকতা (নির্বাহী সম্পাদক, দৈনিক সংলাপ বার্তা)। সম্পাদনা: সাহিত্য সাময়িকী ছন্দপাতা। প্রকাশিত কবিতাগ্রন্থ: সোনালি দিন ২০১৯ (ছন্দপাতা), দিয়া ২০২০ (ছন্দপাতা)। মেইল: kabbopatha@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *