সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গত শুক্রবার মৃত্যু হয় তার। মারা যাওয়া ওই হজযাত্রীর নাম লায়লা আক্তার (৫১)। তিনি মাদারীপুরের বাসিন্দা।

এদিকে, হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় নয় জন এবং মদিনায় দুজনসহ মোট ১১ জন বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে পুরুষ সাত জন এবং নারী চার জন।

মক্কা বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম আজ রবিবার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, আজ সকাল পর্যন্ত ১৪৭টি ফ্লাইটে মোট ৫৩ হাজার ৩৬৭ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৮০২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৯ হাজার ৫৬৫ জন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *