সৌদিতে ট্রানজিট নিয়ে ওমরাহ হজ পালন করা যাবে : ধর্ম প্রতিমন্ত্রী

সৌদিতে ট্রানজিট নিয়ে ওমরাহ হজ পালন করা যাবে : ধর্ম প্রতিমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘সৌদি আরবে ট্রানজিট নিয়ে ওমরাহ হজ পালন করা যাবে।’ ২৩ আগস্ট, বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ধর্ম প্রতিমন্ত্রী।

এর আগে সৌদি আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজের খরচ কমানো ও সার্বিক সহযোগিতার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ওনারা বলেছেন, উভয়পক্ষের আলোচনার মাধ্যমে সব কিছুর সমাধান হবে।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদির সঙ্গে এমন আলোচনা আগে কখনও হয়নি। এই প্রথম বাংলাদেশে সৌদির হজমন্ত্রী এসেছেন। তার সঙ্গে আরও একজন মন্ত্রী এসেছেন, ৩ জন উপমন্ত্রী এসেছেন। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।

তিনি আরও বলেন, যদি বেড়াতে বা কাজে অন্য দেশে যাওয়ার সময় সৌদি আরবে ট্রানজিট হয়। ওই ট্রানজিট অবস্থায় ওমরাহ হজ পালন করা যাবে। ট্রানজিটে ৪ দিন থাকার ব্যবস্থা করতে সৌদি রাজি হয়েছে।

হজের খরচ কমানোর প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, কোথাও যদি খরচ কমানোর সুযোগ থাকে, তাহলে সেখানে কমানো হবে বলে জানিয়েছে সৌদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *