সৌদিতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

সৌদিতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের আভা বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। এতে ৪ বাংলাদেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে এই হামলা চালায় বলে সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে।

আহতদের মধ্যে চারজন বাংলাদেশি ছাড়াও তিনজন নেপালি, দুজন সৌদি এবং ফিলিপিন্স, শ্রীলঙ্কা ও ভারতের একজন করে নাগরিক রয়েছেন। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আভা বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছিল। তা লক্ষ্যচ্যুত করে দেয় সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী। তখন শার্পনেলের আঘাতে ১২ জন আহত হন।

হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারেয়া রয়টার্সকে বলেন, তারা আভা বিমানবন্দরে সামরিক স্থাপনা লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালায়।

জোট বাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিক বলেন, বিমানবন্দর ব্যবহারকারী বেসামরিক মানুষ এবং বিমানবন্দরের কর্মীরাই ছিল হুতি বাহিনীর হামলার লক্ষ্যবস্তু।

রয়টার্স জানিয়েছে, হামলার পর সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় বিমানবন্দরটি দ্রুতই স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

হুতিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে রাজধানী সানা থেকে তাড়িয়ে দেওয়ার পর সেই সরকারকে পুনর্বহাল করতে ২০১৫ সাল থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

প্রসঙ্গত, এই সংঘাতে ইয়েমেনের লাখো মানুষ নিহত হয়েছে। ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ধারাবাহিক হামলায় ইয়েমেনে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *