২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ২ বাংলাদেশি নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদিতে ওমরা হজ করে কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দু’জন বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২৬ মার্চ) বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, বরগুনার বেতাগী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মোতাহার জোমাদ্দারের ছেলে মো. সাগর জামাদ্দার (২৩) ও তার দুলাভাই মো. মোজাম্মেল হোসেন (৪৫)। তারা দুজন সৌদি আরবের আলগাছিমের উনাইয়া নামক স্থানে কাজ করতেন।

সাগরের বড় ভাই মো. উজ্জ্বল জোমাদ্দার জানান, কর্মস্থল থেকে গত বৃহস্পতিবার তারা দুজন ওমরা পালনের জন্য মক্কায় যান। নগরী থেকে হজ পালন শেষে শনিবার কর্মস্থলে ফেরার পথে তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরের পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুজন নিহত হন।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুহৃদ সালেহীন জানান, সড়ক দুর্ঘটনায় দুজন প্রবাসী নিহত হয়েছেন। মরদেহ বাংলাদেশে আনার ক্ষেত্রে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com