সৌদির কাছে আরও ১০ হজ ফ্লাইটের অনুমতি চাইলেন রাষ্ট্রদূত

সৌদির কাছে আরও ১০ হজ ফ্লাইটের অনুমতি চাইলেন রাষ্ট্রদূত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশ থেকে হজযাত্রীদের পরিবহনে বিমানের আরও ১০টি ফ্লাইট চালানোর অনুমতি চে‌য়ে‌ছেন রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ অনু‌রো‌ধ বিবেচনার আশ্বাস দিয়েছেন সৌদির হজ ও ওমরা বিষয়ক উপমন্ত্রী আব্দুল ফাত্তাহ সুলাইমান মাশাত।

বুধবার (৭ জুন) সৌ‌দির হজ ও ওমরাবিষয়ক উপমন্ত্রীর সঙ্গে মক্কাতে তার অফিসে সাক্ষাৎ করে এ অনুরোধ ক‌রেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

‌রিয়া‌দের বাংলা‌দেশ দূতাবাস জানায়, সৌদির উপমন্ত্রী মাশাত বাংলাদেশি হজযাত্রীদের প্রশংসা করেন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পবিত্র হজ পালনে আসা সকল হজযাত্রীদের জন্য সুন্দরভাবে হজ পালনের ব্যবস্থাপনা করা সৌদি সরকারের জন্য অত্যন্ত সম্মানের বলেও তিনি উল্লেখ ক‌রেন।

চলতি বছর হজের সুব্যবস্থাপনার জন্য সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

বাংলাদেশ থেকে সব হজ যাত্রী ‘মক্কা রোড ইনিশিয়েটিভ’ এর আওতায় হজ যাত্রার শুরুতেই ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করায় হজযাত্রা সহজ হয়েছে বলেও উল্লেখ করেন রাষ্ট্রদূত। পাশাপাশি তিনি হজযাত্রীদের অনুকূলে দ্রুত ভিসা ইস্যু করার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান।

ভবিষ্যতে হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত করার জন্য দেশটির বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন সৌ‌দির উপমন্ত্রী। তিনি বলেন, হজযাত্রী প্রেরণকারী দেশগুলোর হজ এজেন্সির সংখ্যা সীমিত হলে হজ ব্যবস্থাপনা আরো সহজতর হবে এবং হাজীদের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে।

পুরো বিষয়টি বিবেচনার জন্য বাংলাদেশ সরকারকে অবহিত করা হবে বলে উপমন্ত্রীকে জানান রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *