৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৫শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ , ১৬ই রজব, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের রিয়াদে সনদ পেয়েছে ৫০০ কোরআনের হাফেজ। রিয়াদের গভর্নর শাহজাদা ফয়সাল বিন বান্দার বিন আব্দুল আজিজ এই ৫০০ হাফেজে কোরআনের মাঝে সনদ বিতরণ করেন। সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে উর্দু নিউজ।
খবরে বলা হয়েছে, এবছর রিয়াদের তাহফিজ কোরআন মাদরাসার অধীনে দুই হাজার কোরআনের হাফেজ প্রস্তুত করা হয়েছে।
মাদরাসাটির প্রধান আব্দুর রহমান বলেছেন, অনেক আন্তরিকতার সঙ্গে এই ৫০০ হাফেজে কোরআন হেফজ করেছে।
তিনি বলেন, গভর্নর শাহজাদা ফয়সাল বিন বান্দারের তত্ত্বাবধায়নে শিশু ও বয়স্ক শিক্ষার্থীদের হেফজের উপযোগী করতে কোরআন তেলাওয়াত শেখানো হয়।
‘রিয়াদ মাদরাসার অধীনে এখন পর্যন্ত সহস্রাধিক শিক্ষার্থী কোরআন হেফজ করেছেন, এছাড়াও এখান থেকে মসজিদের অসংখ্য ইমাম তৈরি হয়েছে।’
সনদ বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন স্থানীয় বিষয়ক মন্ত্রী মাজিদ আল-হাকিল ও ইমাম মুহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আহমেদ আল-আমিরি।