সৌদি থেকে ফিরলেন ৪১৬ বাংলাদেশি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে দেশে এখনো আটকে আছে অসংখ্য বাংলাদেশী মানুষ। করোনা ভাইরাসে কারফিউ ও লকডাউনের কারণে সৌদি আরবের জেদ্দায় আটকে পড়া ৪১৬ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বুধবার (১ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটে জেদ্দা থেকে ৪১৬ যাত্রী নিয়ে বিমানের বিশেষ (চার্টার) ফ্লাইট হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জেদ্দাফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এছাড়া করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদেরও কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।