স্কুল খোলার দাবিতে পেরুতে অভিভাবকদের আন্দোলন

স্কুল খোলার দাবিতে পেরুতে অভিভাবকদের আন্দোলন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পেরুতে স্কুল খোলার দাবিতে দেশটির রাজধানী লিমায় শত শত অভিভাবক সড়কে নেমে আন্দোলন করেছেন। করোনার কারণে ২০১৯ সালের ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। তাই আর দেরী না করে অবিলম্বে স্কুল খোলার দাবি জানিয়েছে এই অভিভাকদের।

পেরুতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে গত মার্চে একটি সংগঠন করা হয়। সংগঠনটির প্রধান মিলাগরোস সেইন্জ বলেন, আমাদের দেশের মানুষ ভুলেই গেছে শিক্ষা কী জিনিস। সরকারের স্কুল খোলার কোনো পরিকল্পনাও নেই বলে অভিযোগ করেন তিনি।

১৭ মাস পর শুধু পাঁচ হাজার ৩৫০টি স্কুল সরাসরি ক্লাস নেওয়ার অনুমতি পেয়েছে ২ লাখ ২০ হাজার শিক্ষার্থীর জন্যে। ২০১৯ সালের হিসাব অনুযায়ী, ৮০ লাখ স্কুল শিক্ষার্থী রয়েছে দেশটিতে।

সূত্র: লা প্রিন্সা লাতিনা, জাগো নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *