স্বার্থের জাল, বিত্তশালী ও দূরত্ব

স্বার্থের জাল, বিত্তশালী ও দূরত্ব

সাইফুল্লাহ ইবনে ইব্রাহিম

  • স্বার্থের জাল

কে যেন আমার বন্ধু ছিলো
আর কে শত্রু?
ভুলে গেছি সব, সব!

এখন দুচোখে যত মানুষ দেখি
কাউকে আর আপন ভাবি না,
মনেও হয় না!

পৃথিবী জুড়ে কেমন স্বার্থের জাল;
এখন দুচোখ জুড়ে কেবল—ধূসর প্রতিচ্ছবি!

  • বিত্তশালী

রঙের কৌটা যার বাসস্থান
সে কী করে বুঝবে
পানির যে কোনো রঙ নেই!
তবু তার তুলনায় সে কিছুই নয়,
বিনিময় করতে গেলে
তার যত দাম
সে হিসেবে পানির কোনোও মূল্য নেই।

নিখাদ কাজের মানুষ
আর অকর্মা বিত্তশালীর উপমা ঠিক তাই।

  • দূরত্ব

একটা সময় ছিল,
প্রিয়জনদের জন্য খুব অপেক্ষা করা হতো
অথচ কাউকে কাছে পাওয়া হতো না,
দেখা হতো না, কথা হতো না…

কি এক অদ্ভুত সময় এলো এখন!

কতজনকে দেখি কত কাছ দিয়ে পাশ কেটে যায়,
চোখাচোখি হয়—শির অবনত করে ফেলি পলকেই
এটা অনাকাঙ্ক্ষিত,
তবু কোনো কথা বেরোয় না আর মুখ থেকে!

কেমন দ্বিধাবোধে পড়ে যাই,
পরস্পরের মাঝে ততক্ষণে বেশ দূরত্ব চলে আসে
আফসোস পুঁজি করে চলে যাই সীমান্তের ওপাড়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *