নিজস্ব প্রতিবেদক ● স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির ফ্রাঙ্কফুর্টে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত শনিবার স্থানীয় সময় বিকাল ৫টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি লন্ডন থেকে ফ্রাঙ্কফুর্ট পৌঁছান বলে জানিয়েছেন তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। টেলিফোনে তিনি বলেন, মেডিকেল চেকআপের জন্য রাষ্ট্রপতি লন্ডন থেকে ফ্রাঙ্কফুর্ট পৌঁছান। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। তিনি আরও জানান, হোটেলে প্রবাসী বাংলাদেশিরা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। ১ মে রাষ্ট্রপতি লন্ডন ফিরবেন বলেও জানান তিনি। চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৪ এপ্রিল লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপ্রধান হামিদ। সে সময় তার প্রেস সচিব মো. জয়নাল আবেদীন শুধু লন্ডন সফরের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন।
ফ্রাঙ্কফুর্ট সফরে রাষ্ট্রপতি ইন্টারকন্টিনেন্টাল ফ্রাঙ্কফুর্ট হোটেলে থাকবেন। আর লন্ডনে মুরফিল্ড আই হসপিটালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি। ৭৪ বছর বয়সী আবদুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমার সমস্যায় ভুগছেন। প্রায় প্রতিবছরই তাকে চিকিৎসা নিতে বিদেশে যেতে হচ্ছে। ৪ মে আবদুল হামিদের দেশে ফেরার কথা রয়েছে।