১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ২০শে জিলকদ, ১৪৪৪ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : “স্মার্ট বাংলাদেশ” গড়ার উৎসাহব্যঞ্জক যাত্রায় বিশ্বব্যাংককে পাশে পাওয়ার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংস্থাটিকে আহ্বান জানিয়ে তিনি বলেছেন, “বাংলাদেশের মানুষের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আসুন একসঙ্গে কাজ করি।”
সোমবার (১ মে) ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দপ্তরে এক প্রদর্শনীতে বাংলাদেশের উন্নয়নচিত্র দেখিয়ে তিনি এই আহ্বান জানান।
বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের ৫০ বছরের অংশীদারত্ব উদযাপনে আয়োজিত এই আলোকচিত্র প্রদর্শনী সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের সঙ্গে যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি প্রদর্শনীর কিছু অংশ ঘুরেও দেখেন।
প্রধানমন্ত্রী বলেন, “এই আলোকচিত্র প্রদর্শনীতে বাংলাদেশের পিছিয়ে থাকা মানুষের উন্নয়নের গল্প তুলে ধরা হয়েছে। এটি বাংলাদেশকে একটি সহনশীল ও সমৃদ্ধ ভূমিতে পরিণত করার জন্য আমাদের সরকারের সংকল্পের প্রতিফলন। প্রদর্শনীটি সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্বও তুলে ধরেছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দুস্থ মানুষের মধ্যে যে ধরনের হাসি দেখতে চেয়েছিলেন, এ প্রদর্শনীতে তা প্রতিফলিত হচ্ছে।”
অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাংকের অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণের বিষয়টি তুলে ধরে উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমাদের অভিন্ন শত্রু হচ্ছে দারিদ্র্য ও ক্ষুধা এবং আমরা এগুলো কাটিয়ে না ওঠা পর্যন্ত বিশ্রাম নেব না।”
প্রধানমন্ত্রী বিশ্বব্যাংক সদর দপ্তরে পৌঁছলে তাকে স্বাগত জানান বাংলাদেশে সংস্থার আবাসিক প্রতিনিধি আবদৌলায়ে সেক। তাকে ফুলেল শুভেচ্ছাও জানান হয়। তিনি একটি নাচের অনুষ্ঠানও দেখেন।
প্রধানমন্ত্রী বিশ্বব্যাংক সদর দপ্তরে অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় বাইরে বিপুল সংখ্যক প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান।