২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৪ঠা রমজান, ১৪৪৪ হিজরি

সৎসাহসী ব্যবসায় ‘রফরফ’ এর যাত্রা শুভ হোক : মাওলানা আফফান মনসুরপুরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লুণ্ঠন, হানাহানিতে বিপর্যস্ত বর্তমান বিশ্বে সৎপথে ব্যবসা-বাণিজ্য করা একটি মহা-চ্যালেঞ্জ। যারা এই চ্যালেঞ্জের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন তাদেরকে নববি চরিত্রের ধারক বলে আখ্যায়িত করেছেন ভারতের প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘আমরুহা মাদরাসার’ সদরুল মুদাররিস, আওলাদে রাসূল মাওলানা কারী আফফান মনসুরপুরী।

তিনি বলেন, ‘আলেম উদ্যোক্তা ও সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকিরের প্রতিষ্ঠান ‘রফরফ অটো রাইস মিল’ ব্যবসায় একটি সৎসাহসী উচ্চারণ। মহান আল্লাহ তার এই প্রতিষ্ঠানকে কবুল করুন। বরকত দান করুন। সৎসাহসী ব্যবসায় রফরফের যাত্রা সুন্দর হোক।’

বুধবার (৪ জানুয়ারি) রফরফ অটো রাইস মিল পরিদর্শন করে এসব কথা বলেন মাওলানা কারী আফফান মনসুরপুরী।

মাওলানা মানসুরপুরী আরও বলেন, ‘রিজিক অনুসন্ধানের উত্তম পন্থা হচ্ছে ব্যবসা।হাদিস শরীফে এসেছে, ‘কোনো মানুষ এর চেয়ে উত্তম উপার্জন খায়নি, যা সে নিজ হাতে উপার্জন করে খায়।’

তিনি বলেন, ‘নবি দাউদ (আ.)ও নিজ হাতের উপার্জন খেতেন।’ তাই আলেমদের উচিত উদ্যোক্তা হওয়া। সৎপথে ব্যবসাবাণিজ্যে আরও অগ্রসর হওয়া।’

এসময় উপস্থিত ছিলেন খলিফায়ে ফিদায়ে মিল্লাত মুফতি রশিদ আহমদ, রফরফের চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মারূফ জাকির, মুহাম্মদ মাসুদ আহমেদ, হজরতের আতিকুর রহমান সুমন প্রমুখ।

  • সিলেট থেকে, আবু তালহা রায়হান

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২২ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com