সড়ক দুর্ঘটনায় রাজশাহীতে বিদেশিসহ নিহত ২

সড়ক দুর্ঘটনায় রাজশাহীতে বিদেশিসহ নিহত ২

পাথেয় রিপোর্ট : রাজশাহীতে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার সেনভাগ এলাকায় বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার সেনভাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহতদের মধ্যে একজন তুরস্কের নাগরিক। তার নাম আব্বাসি মোহাম্মদ মাতাল্লা। অন্যজনের নাম গোলাপ হোসেন। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসিন্দা।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিল উদ্দিন আহমেদ জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক গোলাপ ঘটনাস্থলেই নিহত হন। তুরস্কের নাগরিক আব্বাসিকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আব্বাসির মরদেহ মর্গে আছে। দূতাবাসের মাধ্যমে মরদেহটি দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

এদিকে খুলনায় সড়ক দুর্ঘটনায় মাসুম বিশ্বাস (২০) নামে সাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি এ দুর্ঘটনা ঘটে। মাসুম পাইকগাছা উপজেলার রামনগর এলাকার আবুল বিশ্বাসের ছেলে।

ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যান। এসময় প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, খুলনা থেকে পাইকগাছাগামী বালু ভর্তি একটি ট্রাক কপিলমুনির উত্তর প্রান্তে অবস্থিত নিকারীপাড়া মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেল আরোহী মাসুমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *