১৯শে মে, ২০২২ খ্রিস্টাব্দ , ৫ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ , ১৭ই শাওয়াল, ১৪৪৩ হিজরি
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দিনাজপুরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটর সাইকেলের চালক ও আরহী দুইজন নিহত হয়েছে। রবিবার ভোর সাড়ে ৫ টার সময় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের সদর উপজেলার কাউগাঁ রাজাপুকুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শহরের বড়বন্দর এলাকার নবমুসলিম আনোয়ারুল ইসলাম কৃষন মজুমদার (২৩ ) ও নজরুল ইসলাম (২২)। তিনি সদর উপজেলার রামসাগর মনিহার পাড়া তাজপুর গ্রামের পিতা মৃত তৈয়ব উদ্দিনের ছেলে। তারা সম্পর্কে একে অপরের শ্যালক-দুলাভাই।
পুলিশ জানায়, তারা শালা দুলাভাই মিলে ভোর সাড়ে ৫ টার সময় মোটর সাইকেল নিয়ে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে সদর উপজেলার কাউগাঁ রাজাপুকুর এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কেরে উপর বিকল অবস্থায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে থাক্কা দেয়। এতে রাস্তার ওপরে সিটকে পড়ে দুজন। ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। সেই সময় ওই স্থান থেকে ২২ বোতাল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। কোতয়ালী থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।