৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ , ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে জিলকদ, ১৪৪৪ হিজরি

সয়াবিনের দাম লিটারে কমেছে ৯ টাকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামবৃদ্ধির মধ্যে ভোজ্য তেলের মূল্য বেড়ে প্রতি লিটার পৌঁছেছে ১৫০ টাকায়। এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনার মধ্যেই দাম নিয়ন্ত্রণে উদ্যোগ নেয় সরকার। তেল আমদানির ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হয়। এতে প্রতি লিটারে ৯ টাকা কমে ১৪১ টাকায় নেমেছে তেলের দাম।

ব্যবসায়ীরা জানান, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমদানির ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করেছে সরকার, তাতে প্রতি লিটারে ৯ টাকা কমেছে সয়াবিন তেলের দাম।

বৃহস্পতিবার, ১৭ মার্চ চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজারে গিয়ে দেখা যায়, সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৪১ টাকায়। এ বিষয়ে খাতুনগঞ্জের তেল ব্যবসায়ী শাহেদ উল আলম বলেন, দাম কমার সকল উপাদান গেলো এক সপ্তাহে কার্যকর হয়েছে। বিশ্ববাজারে দাম সংশোধন হয়েছে, দেশেও ভ্যাট কমেছে। এতে তেলের সরবরাহ বেড়েছে এবং দামও কমেছে।

অবশ্য ভোক্তারা অভিযোগ করছেন, আমদানির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করা হলেও বাজার এখনো তার প্রভাব দেখা যাচ্ছে না। ক্ষুব্ধ ক্রেতারা বলছেন, শুধু আমদানির ক্ষেত্রে ভ্যাট কমালেই হবে না, বাজারে সেটার প্রভাব পড়ল কি না- সেটা নিশ্চিত করতে মনিটরিং করাও দরকার।

শেয়ার করুন


সর্বস্বত্ব সংরক্ষিত © ১৯৮৬ - ২০২৩ মাসিক পাথেয় (রেজিঃ ডি.এ. ৬৭৫) | patheo24.com
Design & Developed BY ThemesBazar.Com